কলকাতা টুডে ব্যুরো:মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনেই রাজ্যের কৃষিমন্ত্রীর একটি বক্তব্য ঘিরে আলোড়ন পড়ে গিয়েছিল। ওই দিনই শোভনদেব চট্টোপাধ্যায় বলে বসেন, ‘সব শিক্ষিত বেকার তৈরি হয়ে গেল’, তাঁর এই মন্তব্যে শোরগোল পড়ে যায়। এই মন্তব্যের জেরে জি বিতরকের ঝড় উঠেছে তাকে ধামাচাপা দিতে এবার আসলে নেমেছে তৃণমূল কংগ্রেস।
রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, ‘আমি পাশে ছিলাম। শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন জেনারেল এডুকেশনে চাকরিবাকরি…. যেমন ধরুন আপনি যদি এমএ পড়েন তাহলে তার সাথে বিএড – ডিএলএড পড়তে হবে। তাহলে চাকরির সুবিধা আছে। চাকরি নেই একথা কখনও শোভনদেব চট্টোপাধ্যায় বলেননি।’
শনিবার একটি বেসরকারি অনুষ্ঠানে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘এই যে ১২ লক্ষ ছেলে ময়ে (মাধ্যমিক) পরীক্ষা দিয়েছে। এর মধ্যে ৮৬ শতাংশ পাশ করেছে। এরা কিন্তু শিক্ষিত বেকার তৈরি হয়ে গেল। এখন গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি করে আর চাকরি পাওয়া যায় না। রোজ আমি যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলি তখন ১০ জনের মধ্যে অন্তত ৫ জন আমাকে চাকরি দেওয়ার অনুরোধ করেন। কোনও কোনও সংখ্যাটা এর থেকে বেশিও হয়। কী পাশ করলে মানুষ চাকরি পাবেন সেটা জানা দরকার।’