Home সংবাদসিটি টকস SSC নিয়োগ দুর্নীতি মামলায় ED-র রাজ্যের ১৩-টি জায়গায় এক যোগে তল্লাশি

SSC নিয়োগ দুর্নীতি মামলায় ED-র রাজ্যের ১৩-টি জায়গায় এক যোগে তল্লাশি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: SSC নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ED আজ রাজ্যের ১৩-টি জায়গায় এক যোগে তল্লাশি চালাচ্ছে। কলকাতার নাকতলায় শিক্ষা দফতরের প্রাক্তন মন্ত্রী তথ্যা বর্তমানে শিল্প-বাণিজ্য ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সকাল থেকেই চলছে তল্লাশি।
কোচবিহারের মেখলিগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর এবং কলকাতায় সার্ভে পার্কে SSC -র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়িতেও গেছেন ED -র আধিকারিকরা। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গাঙ্গুলীর কাদাপাড়ার ফ্ল্যাটেও ইডি-র তল্লাশি চলছে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, সচিব রত্না চক্রবর্তী বাগচি, SSC দুর্নীতিতে নাম উঠে আসা চন্দন মণ্ডলের বাগদার বাড়িতেও হানা দিয়েছেন ED আধিকারিকরা।
প্রায় ৮০ থেকে ৯০ জন ইডি আধিকারিক তল্লাশিতে যুক্ত রয়েছেন বলে সূত্রের খবর। সঙ্গে রয়েছে CRPF কর্মীরাও।
মূলত স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে কিভাবে দুর্নীতি হয়েছে তার ফৌজদারি দিকটি CBI খতিয়ে দেখছে। অন্যদিকে, এতে যে বিপুল অর্থের লেনদেন হয়েছে, সেদিকটি খতিয়ে দেখছে ED।

Topics

SSC  ED Education Administration Kolkata

Related Articles

Leave a Comment