কলকাতা টুডে ব্যুরো: ভার্চুয়াল শুনানি নয়, এবার সশরীরেই আদালতে উপস্থিত থাকতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন পার্থ। সোমবার SSC সংক্রান্ত CBI-য়ের মামলার শুনানির জন্য সকাল ১০টার মধ্যে সশরীরে পার্থকে হাজির হওয়ার নির্দেশ দিল আদালত।
একইদিকে রয়েছে শুনানি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে SSC সংক্রান্ত ED মামলাটিরও। ব্যাঙ্কশাল কোর্টে এই মামলার শুনানিতে অবশ্য ভার্চুয়ালিই উপস্থিত থাকার কথা পার্থর।
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের এককালের মহাসসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এসএসসি সংক্রান্ত সিবিআইয়ের মামলাটির শুনানি ছিল শুক্রবার। এদিন ভার্চুয়ালিই উপস্থিত থাকার কথা ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর। কিন্তু যান্ত্রিক গোলযোগের জেরে হাজিরায় জটিলতার সৃষ্টি হয়। এরপরই পার্থকে আলিপুরের সিবিআই আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
সূত্রের খবর ভার্চুয়াল শুনানির লিঙ্ক কাজ না করায় আদালতে হাজির করানো যায়নি পার্থকে। আদালতেও আনা হয়নি পার্থকে। ফলে আরও বৃদ্ধি পায় জটিলতা। এদিকে ভার্চুয়াল বা সশরীরে হাজিরা ছাড়া কোনও ব্যক্তিকে আটক করে রাখা যায় না। ফলে শুক্রবারই শুনানির আবেদন করেন পার্থর আইনজীবীরা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের জন্যও আবেদন করেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত সেই যুক্তি খাটেনি। ৩১ অক্টোবর সোমবার পার্থ-সহ এসএসসি-র সিবিআই মামলায় অভিযুক্ত সকলকে সশরীরে হাজির থাকার নির্দেশ দেয় আদালত।
সূত্রের খবর শুক্রবারের শুনানিতেও পার্থকে সশরীরে হাজির করানোর নির্দেশ ছিল। কিন্তু প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে পার্থকে ভার্চুয়াল শুনানিতে হাজির করানোর আবেদন জানানো হয়। উল্লেখ্য প্রথম দিকে জেল থেকে বেরিয়ে সশরীরেই হাজিরা দিতে চাইতেন পার্থ।