Home সংবাদসিটি টকস নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ভট্টাচার্য

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ভট্টাচার্য

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ভট্টাচার্য। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করল ED

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ভট্টাচার্য। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করল ED। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে। সোমবার দুপুরের পর CGO কমপ্লেক্সে তলব করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে। সন্ধ্যা গড়িয়ে রাত গভীর হলেও CGO কমপ্লেক্স থেকে বেরোননি মানিক। ED সূত্রে খবর, রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই মঙ্গলবার সকালে গ্রেফতার হন তিনি।

নিয়োগ দুর্নীতি মামলায় গত মাসে ED যে চার্জশিট পেশ করে তাতে নাম ছিল মানিক ভট্টাচার্যের। এই ঘটনায় মানিকের ভূমিকারও উল্লেখ ছিল সেখানে। মানিকের বিরুদ্ধে ইডির মূল অভিযোগ ছিল, টেটে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছেন অযোগ্যরা। সব জেনেই মানিক ভট্টাচার্য তাঁদের চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মানিকের কথোপকথনের প্রসঙ্গও ED-এর চার্জশিটে উল্লেখ করা হয় বলে সূত্রের দাবি।

৩০ সেপ্টেম্বর যে নির্দেশ দেওয়া হয়, তাতে মানিকের রক্ষাকবচের মেয়াদ বেড়েছিল। ১০ অক্টোবর পর্যন্ত সেই রক্ষাকবচ ছিল। তবে সিবিআইয়ের তদন্তের ক্ষেত্রে মানিক রক্ষাকবচ এনেছিলেন, ইডির ক্ষেত্রে নয়। যার জেরে অনায়াসেই ED তাঁকে গ্রেফতার করতে পেরেছে।

Related Articles

Leave a Comment