Home সংবাদসিটি টকস ‘পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেবে দল,’মন্তব্য কুনালের

‘পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেবে দল,’মন্তব্য কুনালের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর অস্বস্তিতে দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হল বৈঠক। তারপরেই সাংবাদিক সম্মেলন করে নগদ টাকা উদ্ধার কান্ডের থেকে দায় ঝাড়ল তৃণমূল।পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর প্রথম সাংবাদিক বৈঠক তৃণমূলের।  এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য কুনাল ঘোষ এবং অরূপ বিশ্বাস।

“যাঁর বাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছে, তাঁর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই,” বলে এদিন সাংবাদিক বৈঠকে দাবি করলেন কুনাল ঘোষ।কুনাল বলেন,”এই টাকার উৎস কী? এর পিছনে কী রয়েছে? যত তাড়াতাড়ি সম্ভব এই তদন্ত শেষ করে আদালতের কাছে বিষয়টি পরিষ্কার করা হোক।”পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেবে দল’’, বলেও এদিন মন্তব্য করেন তিনি।

Topics

SSC Scam  ED  Partha Chatterjee BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment