Home সংবাদসিটি টকস ‘পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীত্ব এবং দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া উচিত,’ বিস্ফোরক টুইট Kunal Ghosh-এর

‘পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীত্ব এবং দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া উচিত,’ বিস্ফোরক টুইট Kunal Ghosh-এর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:”পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীত্ব এবং দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। বহিস্কার করা উচিত। বক্তব্য ভুল মনে হলে দলের সম্পূর্ণ অধিকার রয়েছে আমায় সব পদ থেকে সরিয়ে দেওয়ার। সেক্ষেত্রে দলের কর্মী হিসাবে কাজ চালিয়ে যাব।” বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক হওয়ার আগে এমনই বিস্ফোরক ক্রিয়েট করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র Kunal Ghosh।

পার্থ চট্টোপাধ্যায় Partha Chatterjee ক্যাবিনেট মন্ত্রী থাকবেন কি না তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার ঘিরে কুণাল বলেন, এই ঘটনা দলের জন্য অসম্মানের। আমাদের সকলের জন্য লজ্জার। যেভাবে দলকে লজ্জার মুখে পড়তে হয়েছে, সেই দিকও দল ভেবে দেখবে বলে জানান Kunal।

বুধবার অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা পাওয়া যায়। এরপরেই মুখ খুললেন কুণাল ঘোষ। তিনি বলেন, “এই বিষয়ি অত্যন্ত উদ্বেগের। যা ঘটেছে তা দলের জন্য কলঙ্কের এবং আমাদের সকলের জন্য লজ্জার। তিনি (পার্থ চট্টোপাধ্যায়) বলছেন কেন তিনি মন্ত্রীর পদ ছাড়বেন? কেন তিনি জনসমক্ষে বলছেন না যে তিনি নির্দোষ? এটা করতে তাকে কী বাধা দিচ্ছে? ” কুণালের দাবি, আমি আশা করি দল জনগণের উপলব্ধি বিবেচনা করে যথাযথ পদক্ষেপ নেবে।

Topics

SSC Scam  ED Partha Chatterjee Administration Kolkata

Related Articles

Leave a Comment