Home রাজনৈতিক ‘কোনও রাজনৈতিক আলোচনা হয়নি,’ রাজ্যপালের চায়ের আমন্ত্রণ থেকে বেরিয়ে বললেন মমতা

‘কোনও রাজনৈতিক আলোচনা হয়নি,’ রাজ্যপালের চায়ের আমন্ত্রণ থেকে বেরিয়ে বললেন মমতা

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:এই মুহূর্তে পাহাড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি বুধবার সকালেই সেখানে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় । এখন দার্জিলিং একেবারে জমজমাট। আর রাজ্যপালের আমন্ত্রণে দার্জিলিং রাজভবনে যান মুখ্যমন্ত্রী। বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ রাজভবনে যান তিনি। পাশাপাশি রাজভবনে যান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও।

 

 

এদিন বেরিয়ে মমতা বলেন, ” আমি শুধু চা-বিস্কুট খেয়ে এলাম। আমি উত্তরবঙ্গে আসার পর শুনলাম উনিও আছেন। তাই একটু দেখা করে এলাম। এটা খুব সাধারণ সৌজন্যবোধ। অসমের মুখ্যমন্ত্রীকেও তিনি ডেকেছিলেন। আমাদের কথা হল। তবে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ভাল লাগল। আমি যখন অসমে গিয়েছিলাম, কামাখ্যায় পুজো দেওয়া-সহ একাধিক কাজে ওরা সাহায্য করেছিল। আর আমাদের রাজ্য ও অসমের সীমান্ত ভাগ করে নেয়। অসমের অনেকে এখানে থাকেন, এখানকার অনেকে অসমে থাকেন। সেই কারণে আমাদের দুই রাজ্যের মধ্যে সম্পর্ক থাকা দরকার।”

আরও পড়ুনঃ দার্জিলিং রাজভবনে রাজ্যপালের সঙ্গে চা খেলেন মুখ্যমন্ত্রী

মমতার বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি ট্যুইট করেন রাজ্যপাল জগদীর ধনখড়ও। সেখানে দেখা যায়, রাজভবনে মমতাকে স্বাগত জানাচ্ছেন রাজ্যপাল ও অসমের মুখ্যমন্ত্রী। মমতা একটি উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান দুজনকেই।

Related Articles

Leave a Comment