Home সংবাদসিটি টকস শুধু ঘরের আলমারি নয়, টাকা উদ্ধার হয়েছে Partha ‘ঘনিষ্ঠ’ Arpita-র বেলঘরিয়ার ফ্ল্যাটের বাথরুম থেকেও

শুধু ঘরের আলমারি নয়, টাকা উদ্ধার হয়েছে Partha ‘ঘনিষ্ঠ’ Arpita-র বেলঘরিয়ার ফ্ল্যাটের বাথরুম থেকেও

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:১৮ ঘণ্টা তল্লাশির পর ৫ কেজি সোনার বার, ৪.৩১ কোটি টাকার সোনা এবং প্রচুর জমির দলিল উদ্ধার করেছে তদন্তকারী দল। প্রায় ১০ টি ট্রাঙ্ক ভর্তি করে নিয়ে যাওয়া হয় নগদ টাকা, সোনা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ট্রাক ভর্তি করে সেই টাকা নিয়ে যান ইডি আধিকারিকরা।  ইজি সূত্রে খবর অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রায় ৩০ কোটি টাকা উদ্ধার করেছেন তারা।

শুধু ঘরের আলমারি নয়, টাকা উদ্ধার হয়েছে পার্থ ঘনিষ্ঠ Partha Chatterjee অর্পিতা মুখোপাধ্যায়ের Arpita Mukherjeeবেলঘরিয়ার ফ্ল্যাটের বাথরুম থেকেও। প্লাস্টিকে মোড়া ছিল টাকা।

ইতিমধ্যেই সিল করা হয়েছে ক্লাবটাউনের ব্লক ২-এর এই ফ্ল্যাট। বুধবার সকালে রথতলায় অর্পিতা মুখোপাধ্যায়ের ক্লাব টাউনের ফ্ল্যাটে যায় ইডি। তালাবন্ধ ফ্ল্যাট। তালা ভেঙে ফ্ল্যাটের অন্দরে ঢোকেন তদন্তকারী আধিকারীকরা। সঙ্গে যায় সেনাবাহিনী। বিকেলের দিকে আবাসনের নিরাপত্তা বাড়ানো হয়।

Topics

SSC Scam  ED  Partha Chatterjee Administration Kolkata

Related Articles

Leave a Comment