কলকাতা টুডে ব্যুরো:স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতার একাধিক জায়গায় ইডি-র তল্লাশি অভিযান। পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনে ইডি-র হানা । ব্লক সিক্সের ৫০৩ নম্বর ফ্ল্যাটে অভিযান । মাদুরদহের ওম ভিলা আবাসনে তল্লাশি অভিযানে ইডি-র আধিকারিকরা । জানা যাচ্ছে পার্থ অর্পিতা কে জেরা করে বেশ কিছু তথ্য উঠে এসেছে তদন্তকারী আর্ধিকারীদের হাতে সেই তথ্য অনুযায়ী এই তল্লাশি অভিযান চালাচ্ছেন আধিকারিকরা বলেও সূত্রের খবর।
এর আগে অর্পিতার দুটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে ৫০ কোটি নগদ টাকা সহ গয়না এবং বেশ কিছু জরুরি নথিপত্র উদ্ধার করেছেন তদন্তকারীরা। এবার দেখার কোন সূত্র ধরে কি কি এই ফ্ল্যাট গুলো থেকে উদ্ধার করতে পারেন ইডি আধিকারিকরা।
Topics
SSC Scam ED Partha Chatterjee Administration Kolkata