Home সংবাদবর্তমান ঘটনা খারিজ জামিনের আর্জি, ২৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পার্থ

খারিজ জামিনের আর্জি, ২৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পার্থ

পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। তাঁকে ২৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। তাঁকে ২৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু পার্থ চট্টোপাধ্যায় নন, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ সাতজনেরই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সোমবার আদালতে জামিনের কাতর আবেদন জানিয়েছিলেন পার্থ, কিন্তু তা কর্ণপাত করল না আদালত।

গত ২২ জুলাই শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর থেকে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক জনকে গ্রেফতার করেছে সিবিআই ও ইডি। সোমবার পার্থ চট্টোপাধ্যায় সহ আরও সাতজনকে আদালতে পেশ করা হয়েছিল। সেই মামলায় সকলকেই আরও ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিল আদালত।

এদিন আদালতের কাছে পার্থর আইনজীবী প্রশ্ন, শেষ ১৪ দিনে তদন্তের কী অগ্রগতি হয়েছে যে আমাকে হেফাজতে রাখতে হবে। অনন্তকাল কি হেফাজতে থাকব নাকি? গত ১৪ দিন ধরে কতদূর তদন্ত এগিয়েছে? এরপর অবশ্য পার্থর প্রশ্নে সায় দেয়নি আদালত। বরং আরও ১৪ দিনের হেফাজতের ঘোষণা আদালতের। আগামী ২৮ তারিখ মামলার পরবর্তী শুনানি।

অন্যদিকে, এসপি সিনহার বয়স ও শারীরিক অবস্থার কথা ভেবে তাঁর জামিনের জন্য আবেদন করেন আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। তাঁর কথায়, সিবিআই বলছে এসপি সিনহার থেকে একটি গ্যাজেট পাওয়া গিয়েছে যার থেকে পরীক্ষার উত্তরপত্র ও ওএমআর শিট পাওয়া গিয়েছে। সিবিআই বলছে এটা বৃহত্তর ষড়যন্ত্র। চার্জশিটও দিল। চার্জশিটের পর কেন হেফাজতে রাখা হচ্ছে? প্রশ্ন শান্তিপ্রসাদ সিনহার আইনজীবীর। সিবিআইয়ের পাশাপাশি ইডি একইসঙ্গে কীভাবে তদন্ত চালাতে পারেন? প্রশ্ন তুলেছেন তিনি।

Related Articles

Leave a Comment