Home সংবাদসিটি টকস ‘আরে দিল্লির টাকা নিতে আমার বয়েই গেছে’: মমতা

‘আরে দিল্লির টাকা নিতে আমার বয়েই গেছে’: মমতা

কেন্দ্রীয় অনুদানে চলা প্রকল্পগুলিতে দুর্নীতির অভিযোগ তুলে ধারাবাহিক ভাবে মোদী সরকারকে চিঠি লিখে চলেছেন বিরোধী দলনেতা Suvendu Adhikari

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: কেন্দ্রীয় অনুদানে চলা প্রকল্পগুলিতে দুর্নীতির অভিযোগ তুলে ধারাবাহিক ভাবে মোদী সরকারকে চিঠি লিখে চলেছেন বিরোধী দলনেতা Suvendu Adhikari। একশো দিনের কাজ সহ পঞ্চায়েতের বিবিধ প্রকল্পে কেন্দ্র যে টাকা আটকে রাখছে তার কৃতিত্ব কখনও প্রকাশ্যে, কখনও বা ঘরোয়াভাবে নিতে চাইছেন শুভেন্দু। বিরোধী দলনেতার দাবি, তাঁর আবেদনের ভিত্তিতেই এসব করছে দিল্লি।

পরিস্থিতি যখন এমনই তখন সোমবার নাম না করে শুভেন্দুকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। সোমবার নেতাজি ইনডোরে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘কারও কারও কূটকচালি করা ছাড়া কোনও কাজ নেই। বাংলার খাচ্ছে, বাংলার পরছে, আর দিল্লিকে বলছে—টাকা দিও না, বাংলাকে টাকা দিও না।’

এর পরই কাঁচকলা দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আরে দিল্লির টাকা নিতে আমার বয়েই গেছে। বাংলা নিজেদের উন্নয়নের টাকা নিজেরাই জোগাড় করে নিতে পারে। আমাদের কাছে আত্মসম্মানটাই সবচেয়ে বড়। বাংলার গর্বটাই সবচেয়ে বড়। বাংলার মাথা নত হতে দেব না।’

প্রসঙ্গত, কদিন আগে কেন্দ্রীয় করের অংশ বাবদ বাংলা ৮,৭৭৭ কোটি টাকা পেয়েছে দিল্লি থেকে। তবে সেই অর্থ রাজ্যের অধিকারের টাকা। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য থেকে আদায় করা কেন্দ্রীয় করের ৪১ শতাংশ সেই রাজ্যের প্রাপ্য। সেই বাবদই প্রায় ৯ হাজার কোটি টাকা পেয়েছে বাংলা। তার পরই সোমবার রাজ্যের ১০ লক্ষ ছাত্রছাত্রীকে মোবাইল ও ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে পাঠাতে শুরু করেছে নবান্ন।

Related Articles

Leave a Comment