Home সংবাদসিটি টকস ‘কারা ষড়যন্ত্র করেছে সময় আসলে তা জানতে পারবেন,’ হাসপাতাল থেকে বেরোনোর সময় ইঙ্গিতপূর্ণ মন্তব্য Partha-র

‘কারা ষড়যন্ত্র করেছে সময় আসলে তা জানতে পারবেন,’ হাসপাতাল থেকে বেরোনোর সময় ইঙ্গিতপূর্ণ মন্তব্য Partha-র

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:হাসপাতাল থেকে বেরোনোর সময় ইঙ্গিত পূর্ণ মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের।”আমি ষড়যন্ত্রের শিকার” হাসপাতালে ঢোকার সময় বলেছিলেন তিনি ।

কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে করেছে তা প্রশ্ন করা হলে তিনি বলেন ,”কারা ষড়যন্ত্র করেছে সময় আসলে তা জানতে পারবেন। দলের সিদ্ধান্ত ঠিক কিনা তা সময় আসলে জানা যাবে,” এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

মন্ত্রিত্ব হারিয়ে অবশেষে শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে ঢোকার সময় তিনি নিজের পক্ষে প্রথমবার সওয়াল করেন। তিনি বলেছিলেন “আমি ষড়যন্ত্রের শিকার”।

Topics

SSC Scam  ED  Partha Chatterjee ESI Hospital Administration Kolkata

Related Articles

Leave a Comment