Home সংবাদবর্তমান ঘটনা কেমন আছেন Partha, জানালেন ভুবনেশ্বর AIIMS-এর চিকিৎসক

কেমন আছেন Partha, জানালেন ভুবনেশ্বর AIIMS-এর চিকিৎসক

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:শারীরিক অবস্থা ভাল আছে পার্থ চট্টোপাধ্যায়। ভুবনেশ্বর AIIMS এর পক্ষ থেকে এমনটাই জানানো হলো সোমবারই তাকে কলকাতায় ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে বলেও জানা যাচ্ছে।।

এইমসের তরফে এক চিকিত্সক বলেন,” আমরা পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করেছি। ওঁর চিকিত্সার হিস্ট্রিও পেয়েছি। সব ধরনের পরীক্ষাও করা হয়েছে। কিডনি, থাইরয়েড-সহ ওঁর বেশকিছু পুরনো সমস্যা রয়েছে। ওইসব সমস্যা ক্রনিক হলেও তেমন গুরুতর নয়। কিডনি ও কার্ডিওলজির পরীক্ষাও হয়েছে। যেসব সমস্যা নিয়ে উনি এসেছেন  তার গুরুতর নয়। তাঁর যেসব ওষুধ চলছে তা চলবে। এনিয়ে আমরা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছি। তাই ওঁকে আমরা আজই ছেড়ে দেব। সব টেস্টের রিপোর্ট কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হবে।”

রবিবার সকালে আকাশপথে ভুবনেশ্বরের AIIMS হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায় কে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয়েছিল তিনি আদালতে জানিয়েছিলেন শারীরিকভাবে যথেষ্ট অসুস্থ তিনি তারপরে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। তবে এসএসকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইডি আধিকারিকরা।

Topics

SSC Scam  ED  Partha Banerjee SSKM AIIMS  Administration  Kolkata

Related Articles

Leave a Comment