Home সংবাদসিটি টকস ‘SSKM ইডির সঙ্গে সহযোগিতা করছে না,’আদালতে বলল ED

‘SSKM ইডির সঙ্গে সহযোগিতা করছে না,’আদালতে বলল ED

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:ED হেফাজতের পর এসএসকেএমে পার্থ চট্টোপাধ্যায়। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে ইডি। “আমাদের বক্তব্য না শুনেই নির্দেশ দিয়েছে নিম্ন আদালত”। “আমরা ১৪ দিনের হেফাজত চেয়েছিলাম, কিন্তু মাত্র ২ দিন দেওয়া হয়েছে”। “নির্দিষ্ট একটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আদালত নির্দেশ দিতে পারে না”।

“এসএসকেএম ইডির সঙ্গে সহযোগিতা করছে না”। “ইডি অফিসরদের সঙ্গে দুর্ব্যবহার করছে”। হাইকোর্টে সওয়াল করলেন ইডির আইনজীবী।

SSKM হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ICCU’র 18 নম্বর বেড। এখানেই ভর্তি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বর্তমানে চিকিত্‍সক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

শনিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরোয় পার্থ চট্টোপাধ্যায়ের  কনভয়। ১৫ মিনিটের মধ্যে পৌঁছয় SSKM এ। ৭.৪৫-এ দেখা যায়, একজনের কাঁধে ভর দিয়ে গাড়ি থেকে নামছেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর হুইল চেয়ারে করে, তাঁকে আনা হয় জেনারেল এমার্জেন্সি বিভাগে।

Topics

SSC Scam  ED  Partha Chatterjee  SSKM Hospital Administration Kolkata

Related Articles

Leave a Comment