কলকাতা টুডে ব্যুরো: চাকরিপ্রার্থীদের ধর্নার খবর নতুন নয় বিভিন্ন জায়গায় চাকরিপ্রার্থীদের ধরনা চলছে বহুদিন ধরেই কিছুদিন আগে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের ধর্ণায় সামিল হতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। চাকরিপ্রার্থীদের সঙ্গে স্লোগানে গলা মিলাতেও শোনা গেল তাকে। চাকরিপ্রার্থীদের নিয়োগ নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি এমন সময় কুনাল ঘোষ পরিষ্কার জানিয়ে দিলেন রাজ্যও চায় চাকরিপ্রার্থীদের যথাশীগ্রই নিয়োগ।
মঙ্গলবার কুনাল ঘোষ সাংবাদিক সম্মেলনে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিকভাবে চেয়ে এসেছেন কর্মস্থান হোক। কর্মপ্রার্থীরা যারা ন্যায্য দাবিদার তারা চাকরিটা পাক। এখন কোন ব্যক্তি বা কোন জায়গায় কোন ভুল থাকলে সেটা সংশোধন হবে। আর যদি কোন অন্যায় হয়ে থাকে তবে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন, দল ব্যবস্থা নিয়েছে, আইন যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেই ভুল চিহ্নিতকরণ, ভুল সংশোধন এবং দোষীদের শাস্তি এটা একটা পার্ট। কিন্তু মূল লক্ষ্য চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়া ।তাতে যেন আর দেরি না হয়। অনেকে এটা নিয়ে শুধু রাজনীতি করছেন। যতদিন জটিলতা থাকবে তাদের রাজনীতি চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এটা চাইছে না। এই কারণেই চাইছেন না, যারা ঝরনা মঞ্চে রয়েছেন তাদের কষ্টটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বোঝেন তৃণমূল কংগ্রেস বোঝে তাই আমরা চাই তাদের চাকরিটা আগে হোক।”
Topics
SSC Scam Education Schools BJP TMC Administration Kolkata