কলকাতা টুডে ব্যুরো:রবিবার BJPর রাজ্য সভাপতি Sukanta Majumder ধর্মতলায় SSC চাকরিপ্রার্থীদের ধরনামঞ্চে যান। তাঁর সঙ্গে ছিলেন আরেক বিজেপি নেতা কল্যাণ চৌবে। চাকরির দাবিতে তাঁরাও আন্দোলনকারীদের সঙ্গে বসে স্লোগান তোলেন।
এসএসসি ইস্যুতে রাজ্য বিজেপি সভাপতির এহেন প্রতিক্রিয়ার পালটা জবাব দিয়েছে তৃণমূলও। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের Kunal Ghosh বক্তব্য, ”ওঁর প্রতিযোগিতা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের সঙ্গে। তাই নিজের দলের ওই দু’জনকে সরিয়ে নিজে প্রচারে আসার জন্য এসব করছেন।”
শনিবার এসএসসি দুর্নীতির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের CM Mamata Banerjee বাড়ির সামনে পোস্টার লাগানোর কর্মসূচি নিয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। সেইমতো ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান তুলে হাজরা মোড়ে জড়ো হয়েছিলেন বিজেপি কর্মীরা। ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। কিন্তু তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়। পুলিশ মিছিল আটকে দেয় সেখানেই। সুকান্ত মজুমদারের নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে তাঁকে প্রিজন ভ্যানে করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। শনিবার সন্ধ্যা নাগাদ সুকান্ত কে ছেড়ে দেয় পুলিশ।
Topics
SSC Sukanta Majumdar BJP TMC Administration Kolkata