Home সংবাদসিটি টকস আহত পুলিশকর্মীদের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সুকান্ত

আহত পুলিশকর্মীদের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সুকান্ত

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: বিজেপি-র নবান্ন অভিযানে বাধা দিতে গিয়ে গুরুতর আহত বহু পুলিশ কর্মী। বুধবার আহত পুলিশ কর্তাকে ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নবান্ন অভিযানের সংঘর্ষে আহত দেবজিৎ চট্টোপাধ্যায় নামে ওই পুলিশ কর্তা বর্তমানে SSKM হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সকালেই তিনি ফোন করেন পুলিশ কর্তাকে। বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁর সঙ্গে। সুকান্ত বলেন, “খোঁজ নিই ও কেমন আছেন। হাজার হোক ও মানুষ আমাদেরই মতন। কথা হল। খুব ভাল নেই বললেন ও। একটু অসুবিধা আছে। কথা বলতে পারছেন স্পষ্টভাবে। আশা করি কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।”

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। দুটি পক্ষকে মূলত সকাল থেকেই একে অপরের বিরুদ্ধে রোধ-প্রতিরোধে থাকতে দেখা যায়। নবান্ন অভিযানে কর্তব্য ডিউটি করতে গিয়ে আক্রান্ত হন একাধিক পুলিশ কর্মী। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের আঘাত অত্যন্ত গুরুতর। প্রকাশ্যে এসেছে দেবজিৎ চট্টোপাধ্যায় নামে এক পুলিশ কর্তার নাম। তিনি কলকাতার অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে কর্মরত। ডিউটি করতে গিয়ে মারাত্মভাবে আহত তিনি। তাঁর চোখে গুরুতর চোট লাগে। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে বুধবার সকালে নতুন করে ৬টি এফআইআর দায়ের হয়। গ্রেফতার করা হয় ১৩ জনকে। পুলিশের বিরুদ্ধেও জুলুমবাজির অভিযোগ ওঠে। আহত হয়েছেন বহু বিজেপি কর্মীও। তাঁরাও বিভিন্ন হাসপাতালে ভর্তি। তাঁদেরকে দেখতে হাসপাতালে যাবেন সুকান্ত মজুমদার।

Topics

SSKM Hospital Sukanta Majumdar BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment