Home সংবাদসিটি টকস বিজেপিকে খোঁচা মহুয়ার

বিজেপিকে খোঁচা মহুয়ার

পয়গম্বর বিতর্কে পর উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় উত্তরপ্রদেশের বেশ কিছু শহরে । বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর যোগী-রাজ্যে পরপর হিংসার ঘটনা ঘটে । বিক্ষোভকারীদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে যোগী সরকারের উপর। এই ঘটনার কথা বিজেপির নবান্ন অভিযানের পর উঠে এল মহুয়া মৈত্রর ট্যুইটে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: পয়গম্বর বিতর্কে পর উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় উত্তরপ্রদেশের বেশ কিছু শহরে । বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর যোগী-রাজ্যে পরপর হিংসার ঘটনা ঘটে । বিক্ষোভকারীদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে যোগী সরকারের উপর। এই ঘটনার কথা বিজেপির নবান্ন অভিযানের পর উঠে এল মহুয়া মৈত্রর ট্যুইটে।

বিজেপির নবান্ন অভিযানে সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ নিয়ে যোগী-মডেল মনে করালেন মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদ ট্যুইট করেন, ‘বাংলা যদি ভোগী অজয় বিস্তের মডেল ব্যবহার করে যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে সেই বিজেপি কর্মীদের বাড়িতে বুলডোজার পাঠাত, তাহলে কেমন হত? বিজেপি কি নিজেদের নীতিতে অনড় থাকবে? ‘ ট্যুইটে খোঁচা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর।

Topics

Nabanna Protest Rally Mahua Moitra BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment