Home সংবাদসিটি টকস কার্নিশ থেকে পড়ে যাওয়া সুজিতের মৃত্যু হল, হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারের

কার্নিশ থেকে পড়ে যাওয়া সুজিতের মৃত্যু হল, হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারের

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:কার্নিশ থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করলেও বাঁচানো গেল না সুজিত অধিকারীকে । শনিবার সন্ধ্যায় কলকাতার বেসরকারি হাসপাতালে ITU-তে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।

 

সুজিত অধিকারীর মৃত্যুর ঘটনায় মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস (আইএনকে) হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করলেন মৃতের পিসি৷ এই অভিযোগের ভিত্তিতেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ এনে ৩০৪ (এ) ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷

গত ২৩ তারিখ হাসপাতালের আট তলার এইচডিইউ ইউনিটে ভর্তি করা হয়েছিল লেকটাউনের দক্ষিণদাঁড়ির বাসিন্দা সুজিতকে৷ এ দিন সেই ওয়ার্ডেই নিজের বেডের পাশের জানলা খুলে কার্নিশে নেমে পড়েন সুজিত ৷

Related Articles

Leave a Comment