Home সংবাদসিটি টকস বৃহত্তর বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে’ লালবাজার থেকে ছাড়া পেলেন বিস্ফোরক সুকান্ত

বৃহত্তর বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে’ লালবাজার থেকে ছাড়া পেলেন বিস্ফোরক সুকান্ত

লালবাজার থেকে ছাড়া পেলেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। মোমিনপুরের অশান্তির ঘটনার জেরে সেখানে যেতে চেয়েছিলেন তিনি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: লালবাজার থেকে ছাড়া পেলেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। মোমিনপুরের অশান্তির ঘটনার জেরে সেখানে যেতে চেয়েছিলেন তিনি। সেই মোমিনপুরে যাওয়ার পথে সকালে চিংড়িঘাটায় গ্রেফতার করা হয়েছিল সুকান্তকে। সন্ধ্যায় তিনি লালবাজার থেকে মুক্তি পেলেন। সোমবার লালবাজার থেকে সরাসরি তোপ দাগেন তিনি। তিনি বলেন, “দুর্ভাগ্যের বিষয় এই যে গত ৪৮ ঘন্টা ধরে মমিনপুরে যে পুলিশ থানা থেকে বের হতে পারল না, টেবিলের তলায় লুকোতে হল, এই পুলিশ আজ বেশি সক্রিয় হয়ে মমিনপুর থেকে কয়েক কিলোমিটার দূরে চিংড়িঘাটাতেই আমাদের আটকে দিল। এর কারণ একটাই তা হল, ওই এলাকায় হিন্দুদেরকে সরিয়ে বাংলাদেশ বানানোর যে চক্রান্ত চলছে তা আমরা যেন জনগণের সামনে তুলে ধরতে না পারি।”

থানা থেকে বেরিয়েও শাসক দলকে নিশানা করে সুকান্ত মজুমদার বলেন, চিংড়িহাটাতে কোনও ১৪৪ ধারা ছিল না। কেবলমাত্র মোমিনপুর ও সংলগ্ন জায়গায় ছিল। বৃহত্তর বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে।  সেই চক্রান্ত যেন মিডিয়ার সামনে না আসে।  মোমিনপুর এলাকায় কীভাবে নিপীড়িত শোষিত হয়েছেন মানুষ সেটা সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে ছড়়িয়ে পড়েছে। এই সরকার সম্পূর্ণভাবে জেহাদিদের কাছে আত্মসমর্পণ করেছে। বাংলার মানুষের এটা ভাবা উচিত। গোটা রাজ্যে এনিয়ে পথ অবরোধ হয়েছে। তবে সেটা শুধু সুকান্ত মজুমদারের গ্রেফতারি নিয়ে নয়। তার থেকেও বড় ইস্যু মোমিনপুরে, একবালপুরে যে ঘটনা হয়েছে তা বাংলার মানুষের জন্য অশনি সংকেত বলে মনে হয়েছে।

Related Articles

Leave a Comment