কলকাতা টুডে ব্যুরো: ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার গোপীবল্লভপুরে ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী ও ‘জনজাতি গৌরব দিবস’ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিজেপি নেতা সুকান্ত মজুমদার। সেই অনুষ্ঠানে আদিবাসী সমাজের কাছে ক্ষমাপ্রার্থনা করে সুকান্ত বলেন, “আমি আজকে ক্ষমা চাইতে এসেছি আপনাদের কাছে। তার কারণ এই পশ্চিমবঙ্গে আমার মতোই দেখতে বাঙালি একজন মানুষ ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে, আদিবাসী একজন মহিলাকে সে অপমান করেছে। তার গায়ের রং নিয়ে কথা বলেছে। আমাদের মুখ্যমন্ত্রী মাত্র ৭২ ঘন্টা সময় নিয়েছে ক্ষমা চাওয়ার জন্য। ৭২ ঘন্টার আগে তার ঘুম ভাঙেনি। আমি তার জন্য ক্ষমা চাইতে এসেছি।”
সুকান্তের দাবি তৃণমূলের আসল সমস্যা DNA তে। তিনি বলেন, উড়িষ্যার এক সাধারন পরিবারের মহিলা। আদিবাসী পরিবারের মহিলা জীবন যুদ্ধ করেছেন। সমাজের কাজ করেছেন। স্বামী মারা গেছে, ছেলে মারা গেছে তবুও সমাজের কাজ ছাড়েননি। নিজের জীবনের সমস্ত দুঃখ নিয়ে দেশের কাজ করে গেছেন। আর আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর আমরা সকলে মিলে তাকে রাষ্ট্রপতি করেছি। ভারতবর্ষের রাষ্ট্রপতি আমাদের গর্ব । আর যে সমস্ত কুলাঙ্গাররা যারা ভারতবর্ষের রাষ্ট্রপতি কে নিয়ে আদিবাসী সমাজকে নিয়ে এই কথা বলেছেন তাদের কাছে সেই আদিবাসী সমাজের কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। যে অপরাধ আমার রাজ্যের একজন মন্ত্রী করেছে সেই ধরনের অসম্মানের রাজনীতি, ভারতীয় জনতা পার্টি করে না। ভারতীয় জনতা পার্টি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না। কিন্তু কি করবেন তৃণমূলের তো DNA তে গন্ডগোল। তৃণমূলের DNA হল অসম্মানের DNA”