কলকাতা টুডে ব্যুরো:রাজ্যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে সংসদে সরব হলেন বিজেপি সাংসদরা। রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি সাংসদরা গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরা। উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্য়ায়, দেবশ্রী চৌধুরী সহ একাধিক বিজেপি সাংসদ। তাঁরা “চোর ধরো, জেলে ভরো”, “পিসি চোর, ভাইপো চোর” বলে স্লোগান দেন। তাঁদের হাতে ধরা পোস্টারেও লেখা ছিল, “তৃণমূল ও দুর্নীতি একই মুদ্রার দুই পিঠ।”
সংসদে বাদল অধিবেশন শুরুর পর থেকেই বিক্ষোভে সরব হয়েছিল কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। মূল্যবৃদ্ধি ও সাংসদ সাসপেন্ড নিয়ে সুর চড়িয়েছিল তৃণমূল কংগ্রেসও। এবার তৃণমূলকেই চাপে ফেলতে রাজ্য়ে শিক্ষক দুর্নীতি ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে বিপুল টাকা উদ্ধার নিয়ে সরব হল রাজ্য বিজেপি।
রবিবার বিজেপির তরফে জানানো হয়েছিল, তারা সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে রাজ্যে শিক্ষক দুর্নীতি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন এবং ধর্নায় বসবেন। এদিন সংসদে অধিবেশন শুরু হতেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি সাংসদরা বিক্ষোভ দেখান। তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে সরব হন তারা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও স্লোগান দেন তাঁরা।
Topics
Sukanta Majumdar BJP TMC Administration Kolkata