কলকাতা টুডে ব্যুরো:মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন জিহাদ করতে হবে।আর জিহাদ করতে হলে খাগড়াগড়ের মতো বিষ্ফোরণ ঘটাতে হবে।”ডোমকল বিষ্ফোরণ কাণ্ডে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।
তিনি আরও বলেন,”জিহাদ করতে হলে তো জিলেটিন লাগবে তাই জিলেটিন তৈরী হচ্ছে।সেই কারনেই রাজ্যের এমন উদ্বেগজনক পরিস্থিতি দেখে অমিত শাহ কে চিঠি পাঠিয়েছি এই ঘটনাগুলির এনআইএ তদন্ত করতে।”
এদিন ফের তিনি তৃণমূলকে আক্রমণ করে বলেন,”তৃণমূলের বেশির ভাগ বিধায়কের ছেলে মেয়েরা বেআইনি ভাবে চাকরি পেয়েছে।”
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata