Home সংবাদবর্তমান ঘটনা ঝাড়গ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর

ঝাড়গ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:অগ্নিপথ প্রকল্প’ ঘোষণা করে দেশের বহু রাজ্যে বিক্ষোভের মুখে পড়েছে ভারত সরকার। রেল অবরোধ, ট্রেনে আগুন, ভাঙচুর হয়েছে। ধ্বংসলীলা চালিয়েছে একদল আন্দোলনকারী। এমন পরিস্থিতিতে বাংলার অবস্থার কথা তুলে ঝাড়গ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

“অন্য রাজ্যে যারা আইন হাতে তোলে তাদেরকে সরকার ডান্ডা দেখায় আর এই মুখ্যমন্ত্রী হাতজোড় করে তাদের সামনে অনুরোধ করেছেন। কোন মুখ্যমন্ত্রী দাঙ্গাবাজদের সামনে হাত জড়ো করেন না।” ঝাড়গ্রাম থেকে এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

যারা রাজ্যজুড়ে সন্ত্রাস চালিয়েছে তাদের পিছনে আল-কায়েদার রয়েছে বলেও এদিন বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন এরা রাষ্ট্রবাদী হতে পারে না ।

Topics

Suvendu Adhikary BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment