কলকাতা টুডে ব্যুরো:হাওড়ায় যাওয়া থেকে বিরত থাকার ‘পরামর্শ’ দেওয়া হল পুলিশের তরফে। হিংসা কবলিত হাওড়ায় যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তবে হাওড়ার একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি থাকায় সেখানে শুভেন্দুকে না যাওয়ার জন্য ‘পরামর্শ’ দিল কাঁথি থানার পুলিশ। এদিকে শুভেন্দু অধিকারী এই হিংসার ঘটনায় রাজ্যের তৃণমূল সরকারকেই দুষছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তোপ দেগে হিংসা নিয়ে টুইট করে জনগণকে শান্ত থাকার আহ্বান করেছিলেন। সেই টুইটকে রিটুইট করে বিরোধী দলনেতা পাল্টা মমতার সরকারের ঘাড়েই দোষ চাপান।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী।উলুবেরিয়া যাওয়ার প্রসঙ্গে এদিন শুভেন্দু বলেন যদি উলুবেড়িয়া তে বিজেপির পার্টি অফিস না পড়ানো হতো তাহলে সেখানে যাওয়ার কোন প্রশ্নই উঠত না। কেন বিজেপির কার্যালয় পুড়িয়ে দেওয়া হল সেই প্রশ্ন তুললেন শুভেন্দু।
এদিন ১৪৪ধারা জারি করার পরেও শুভেন্দুর হাওড়া যাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট বলেন তিনি হাওড়ায় ১৪৪ ধারা মেনে চলবেন। তবে বিরোধী দলনেতা হওয়ার সুবাদে তার রাজ্যের মধ্যে যেকোনো জায়গায় যাওয়ার অধিকার আছে বলেও দাবি করলেন শুভেন্দু।
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata