‘কলকাতা টুডে ব্যুরো:বুধবার বোলপুর জুড়ে ছুটে বেড়াচ্ছে সিবিআই। কখনও অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষককে জেরা করছে, কখনও অনুব্রত মণ্ডলের বাড়ি পৌঁছে যাচ্ছেন সিবিআই অফিসাররা। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বসলেন শুভেন্দু অধিকারী।
তিনি প্রশ্ন তুলছেন, এই অনুব্রত মণ্ডলের স্রষ্টা কে? অনুব্রতকে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তৃণমূল কংগ্রেসে থাকতে কেষ্টর সঙ্গে ভাল সম্পর্ক ছিল শুভেন্দু অধিকারীরও। একসঙ্গে মঞ্চে তাঁদের দেখা গিয়েছিল।
অনুব্রত মণ্ডলের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়ানোয় শুভেন্দু বলেন, ‘সিবিআই কোন বাড়িতে যাবে না যাবে, তা তো তাদের তদন্তের বিষয়। কিন্তু বোলপুরের বাজারে মাগুর বিক্রি করা অনুব্রত কীভাবে আজ হাজার হাজার কোটি টাকার মালিক? অনুব্রতর বেআইনি সম্পত্তির উৎস শাসকদলের আশীর্বাদেই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ই দুর্নীতির কিংপিন।’
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata