কলকাতা টুডে ব্যুরো: ফের শাসক দলকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের এক অনুষ্ঠানে গিয়ে “পিসি ভাইপো”কে নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর।
রবিবার নন্দীগ্রামের কালিচরণপুরের ২৩৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তৃণমূল কে নিশানা করে তিনি বলেন, ‘’তৃণমূলের একটা ফর্মুলা আছে। টাকা তুলে ৭৫ ভাগ পৌঁছে দিতে হয় কলকাতায়, আর ২৫ ভাগ রাখা যায়। সেই ফর্মুলা অনুযায়ী তৃণমূলের নিচু তলার নেতা এমএলএ পঞ্চায়েত জেলা পরিষদ এরা সমস্ত টাকা তুলেছে তার মধ্যে ৭৫ শতাংশ কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পিসিকে পাঠানো হয়েছে আর ২৫ ভাগ রেখেছে, ‘’ তিনি এদিন আরো বলেন, যদি অপা সিন্ডিকেটের উপরের দিকে যান তাহলে ভাইপো পড়বে । আর যদি নিচের দিকে আসেন তাহলে নিচু তলার তৃণমূলের নেতারা পড়বে। অ্যাপ্লিকেশন করেনিঅথচ আপার প্রাইমারিতে চাকরি হয়ে গেছে এইসব এজেন্টদের মাধ্যমেই। SSC-তে অ্যাপ্লিকেশন পর্যন্ত করেনি চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এজন্য তাই উপরের দিকে উঠলে পিসি-ভাইপো পর্যন্ত যাওয়া যাবে। নিচের দিকে নামলে এই সমস্ত এজেন্টদের দিকে যাওয়া যাবে। আশা করি তদন্তকারী সংস্থা এদের শিকড় থেকে তুলবে ।
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata