Home রাজনৈতিক বিজেপি সদস্যদের সাসপেনশন প্রত্যাহারের প্রস্তাব খারিজ অধ্যক্ষের, বিক্ষোভে উত্তাল বিধানসভা

বিজেপি সদস্যদের সাসপেনশন প্রত্যাহারের প্রস্তাব খারিজ অধ্যক্ষের, বিক্ষোভে উত্তাল বিধানসভা

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:শুভেন্দু সহ বিজেপির সাত বিধায়কের বিরুদ্ধে সাসপেনশন জারি করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ তা প্রত্যাহার করার জন্য এদিন প্রস্তাব জানান শুভেন্দু৷ সূত্রের খবর, প্রস্তাব জানানো মাত্র তা খারিজ করে দেন স্পিকার৷ দাবি করেন, সঠিক পদ্ধতি মেনে প্রস্তাব পাঠানো হয়নি৷তার পরেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধী বিধায়কদের বিক্ষোভে উত্তাল বিধানসভা৷ ঘটনার প্রতিবাদে বিধানসভার বাইরে সিঁড়িতে বসে বিক্ষোভ শুরু করেছেন বিজেপি বিধায়কেরা৷ বিধানসভা অলিন্দে দাঁড়িয়ে কার্যত স্পিকারের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তোলেন শুভেন্দু৷

 

বিরোধী দলনেতার দাবি, ‘‘প্রস্তাবে কোনও ভুল ছিল না। আমি আগে থেকেই জানতাম আমাদের প্রস্তাব স্পিকার গ্রহণ করবেন না। কারণ, মুখ্যমন্ত্রী ফোন করে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ‘বারণ’ করেছেন!’’ অর্থাৎ পরোক্ষে স্পিকারের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তোলেন শুভেন্দু৷ ক’দিন আগে বিধানসভার অলিন্দে অধিবেশন চলাকালীন প্রবল হই হট্টগোল শুরু হয়৷ রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’পক্ষের বিধায়কেরা৷

 

ওই ঘটনায় শুভেন্দু সহ বিজেপির সাত বিধায়কের বিরুদ্ধে সাসপেনশন জারি করেন স্পিকার৷ তারই প্রতিবাদে আদালতে গিয়েছিলেন বিরোধী বিধায়কেরা৷ এরপরই বিষয়টি বিধানসভার অলিন্দেই মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বিচারক৷ তারই প্রেক্ষিতে এদিন সাসপেনশন প্রত্যাহারের আর্জি জানিয়েছিলেন শুভেন্দু৷

Related Articles

Leave a Comment