Home Uncategorized ‘মুখ্যমন্ত্রী লেডি কিম হয়ে গিয়েছেন’ : শুভেন্দু

‘মুখ্যমন্ত্রী লেডি কিম হয়ে গিয়েছেন’ : শুভেন্দু

শুরু নবান্ন অভিযান। এরই মধ্যে মমতাকে'লেডি কিম' বলে কটাক্ষ শুভেন্দুর। অভিযানে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: শুরু নবান্ন অভিযান। এরই মধ্যে মমতাকে’লেডি কিম’ বলে কটাক্ষ শুভেন্দুর। অভিযানে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘ভারতীয় জনতা পার্টি কখনও বলেনি নির্বাচন ছাড়া চেয়ারে বসে পড়বে। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গকে North Korea বানিয়ে দিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী লেডি কিম হয়ে গিয়েছেন। তিনি নিজে পালিয়ে গোটা রাজ্যের সিভিক পুলিশ থেকে সকল পুলিশকে রাস্তায় নামিয়েছেন।’ আরও বলেন, ‘আমি জানতাম কোলাঘাট থেকে এলে ধূলাগড়ে আটকাত। পুলিশের ভিতরেও আমার লোক আছে প্রচুর। আমি এখন সাঁতরাগাছি যাওয়ার চেষ্টা করছি। আমি ব্যক্তিবাদে বিশ্বাস করিনা। এটা বিজেপির অনুষ্ঠান।’

অন্যদিকে, দিলীপ ঘোষের মিছিল আটকাতে বন্ধ করা হল হাওড়া ব্রিজ। বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল।

Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment