Home সংবাদসিটি টকস ‘কয়লা শিল্পের নামে জমি অধিগ্রহণ করে পিসি- ভাইপোর নতুন ব্যবসা শুরু হবে এখানে,’তোপ শুভেন্দুর

‘কয়লা শিল্পের নামে জমি অধিগ্রহণ করে পিসি- ভাইপোর নতুন ব্যবসা শুরু হবে এখানে,’তোপ শুভেন্দুর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:ডেউচা-পাঁচামিতে কয়লাখনি প্রকল্প বানাতে রাজ্য সরকার জোর করে জমি অধিগ্রহণ করলে আন্দোলন সংগঠিত করতে চায় বিজেপি। বৃহস্পতিবার ডেউচায় দাঁড়িয়ে এমন হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

২ থেকে ১১ মে— অমিত শাহের সফর-সহ টানা কর্মসূচি ঘোষণা করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত। তার প্রথম দিনেই সুকান্তর উপস্থিতিতে ডেউচা-পাঁচামিতে মিছিলের ঘোষণা করেছিলেন শুভেন্দু। একইসঙ্গে জানিয়েছিলেন নন্দীগ্রামেও তাঁর জয়ের এক বছর পূর্তিতে মিছিল হবে। রাজ্য বিজেপির ঘোষণার বাইরে শুভেন্দুর এই জোড়া কর্মসূচি থেকেই নতুন জল্পনার জন্ম দিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক।

বৃহস্পতিবার ডেউচায় মিছিল করলেও পাঁচামিতে যায়নি বিজেপি। মিছিল শেষে একটি সভাও হয়। শুভেন্দু তৃণমূলকে আক্রমণ করে বলেন, ‘‘কয়লা শিল্পের নামে জমি অধিগ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপোর একটা নতুন ব্যবসা শুরু হবে এখানে।’’

Topics

Suvendu Adhikary BJP TMC Administration Kolkata

Related Articles