Home সংবাদসিটি টকস “আমরা তোমাদের তাড়িয়ে তারপর আমরা শান্তিতে ঘুমাবো” তৃণমূলকে কড়া বার্তা শুভেন্দুর

“আমরা তোমাদের তাড়িয়ে তারপর আমরা শান্তিতে ঘুমাবো” তৃণমূলকে কড়া বার্তা শুভেন্দুর

তৃণমূল ও রাজ্য পুলিশের অত্যাচারের অভিযোগ তুলে শুক্রবার তমলুকে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: তৃণমূল ও রাজ্য পুলিশের অত্যাচারের অভিযোগ তুলে শুক্রবার তমলুকে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির ডাকে সোনাপেতিয়া টোলপ্লাজা থেকে রাধামণী পর্যন্ত ধিক্কার মিছিলের আয়োজন করে বিজেপি। এই মিছিলে নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। মিছিল শেষে এক জনসভায় শুভেন্দু অধিকারী তৃণমূলকে কাঠগোড়ায় তুলে বলেন, “এই জেলায় উদ্দী পরা পুলিশ যত অত্যাচার করবে তত মানুষ ঐক্যবদ্ধ হবে, সঙ্ঘ বদ্ধ হবে। আজকে হুশিয়ারি মিছিল জেলে থাকা ১০ জনের প্রতি সংগতি জ্ঞাপন করে কথাই বলে দিয়ে গেল যতই আমাদের জেলে ভরনা কেন, যতই মিথ্যা মামলা দাও না কেন, আমরা তোমাদের তাড়িয়ে তারপর আমরা শান্তিতে ঘুমাবো।”

শুভেন্দু বলেন, “চোরেদের রানী এখানে এসেছিলেন। যখন গোটা বাংলা নবান্নর দিকে তখন চোরেদের রানী পালিয়ে কলকাতা থেকে মেদিনীপুর সার্কিট হাউসে। সেখানে বসে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি হবেন। গরুর গাড়ির হেডলাইট । সেটা করার জন্য পূর্ব মেদিনীপুরে হবে না মেদিনীপুরের সার্কিট হাউসে করতে হবে যদি লোক ঘিরে ফেলে। এত চুরি গ্রামে গ্রামে। এখানেই তো কিছুদূর গেলে এদিকে তারক ওদিকে সোমনাথ। তারকের 2 কোটি টাকা পাওনা জনগণের। তার পাঞ্জাবি আমরা ছিড়িনি, ছিঁড়েছে পাওনাদারেরা। আমরাতো পঞ্চায়েতে সাফ করব এত তাড়াতাড়ি পাঞ্জাবি ছিরলে তো হবেনা।”

Topics

Suvendu Adhikary BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment