Home সংবাদসিটি টকস দুই দিনের সফরে মমতা, সাক্ষাৎ করলেন রাজ্যপালের পরিবারের সদস্যদের সঙ্গে

দুই দিনের সফরে মমতা, সাক্ষাৎ করলেন রাজ্যপালের পরিবারের সদস্যদের সঙ্গে

২ দিনের চেন্নাই সফরের প্রথম থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় ছিলেন খোশ মেজাজে। গতকাল তিনি দেখা করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ২ দিনের চেন্নাই সফরের প্রথম থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় ছিলেন খোশ মেজাজে। গতকাল তিনি দেখা করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে। উপহার দিয়েছিলেন নাড়ু। আর আজ, বৃহস্পতিবার বাজালেন ঢাক। তবে তার মাঝেই এই দু’দিন বোল তুললেন রাজনীতিতেও।

পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে চেন্নাইয়ে গিয়েছিলেন তিনি। বরাবরের মতই অনুষ্ঠানে তাঁকে দেখা গেল আন্তরিক। বাংলার মুখ্যমন্ত্রী মিশে গেলেন দক্ষিণের সংস্কৃতির সঙ্গে। এদিন সকাল ১০টা নাগাদ তিনি পৌঁছে গিয়েছিলেন চেন্নাইয়ের পদমরম হলে। একাত্ম হয়ে বাজিয়েছিলেন ঢাক। সেখানেই আলাপচারিতা সারেন রাজ্যপালের পরিবারের সদস্যদের সঙ্গে। এরই মাঝে তিনি একান্ত বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে।

এরপরেই তাঁর সঙ্গে সাক্ষাত্‍ হয় দক্ষিনী তারকা রজনীকান্তের। সেখানেই মুখ্যমন্ত্রী ও রজনীকান্ত পারস্পরিক স্বাস্থ্যের অবস্থা জানতে চেয়ে কুশল বিনিময় করেন। কলকাতা আসার জন্য দক্ষিনী তারকাকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, দক্ষিণে অন্য একটি পরিচয়ও আছে রজনীকান্তের। তিনি রাজনৈতিক ব্যক্তিত্বও। এদিন তাঁর সঙ্গে আবারও সাক্ষাত্‍ হয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের।

যদিও বঙ্গের মুখ্যমন্ত্রী জানাচ্ছেন, স্ট্যালিন তাঁর ভাইয়ের মতো। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বা রজনীকান্তের সঙ্গে সাক্ষাত্‍ ‘সৌজন্যমূলক’ বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গতকালই তিনি জানিয়েছিলেন, উন্নয়ন নিয়েও বৈঠক হয়েছে। বলেছিলেন, আগামী লোকসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলি। তারপর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন বা ‘রাজনৈতিক মুখ’ রজনীকান্তের সঙ্গে সাক্ষাত্‍, সলতে পাকিয়েছে আগামী লোকসভা নির্বাচনের।

Related Articles

Leave a Comment