কলকাতা টুডে ব্যুরো: মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা রায়দিঘিতে বিজয়ার সম্মেলনে উপলক্ষে সভার অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত হয়ে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকল সনাতনীদের একত্রিত হওয়ার বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূল কংগ্রেস সেকুলারিজম এর নামে ইকবালপুর মোমিনপুরে হনুমানের মন্দির ভাঙ্গেন গরিব মানুষদের তপশিলিদের দোকান ভাঙ্গেন, মোটরসাইকেল পোড়ান, ট্যাক্সি পোড়ালো। আর বাড়িগুলোতে আগুন জ্বালান। তাও আবার কোজাগোড়ি লক্ষ্মীপুজোর দিন। ১৯৪৬ সালে বাংলাদেশের নোনাখালীতে এই কোজাগরী লক্ষ্মী পূজার দিনে দশ হাজার হিন্দুকে পাকিস্তানি সেনারা খুন করেছিল রক্তে লাল হয়ে নোনা খালির মাটি।”
শুভেন্দু আরও বলেন, “মমতা ব্যানার্জির যুবনেত্রী মহাদেবের শিবলিঙ্গের বিকৃতি ঘটিয়ে অশালীন অশোভন পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তাদের দেখে উৎসাহিত হয়ে হুগলির এক পীর সাহেব মহাদেবের শিবলিঙ্গকে আক্রমণ করেন। তৃণমূলের মহুয়া মৈত্র বলেন মা কালী নাকি গাঁজা খায় মদ খায়। আপনারা সম্প্রতি দেখেছেন দুর্গাপুজোয় চাচা ফিরহাদ হাকিম যিনি প্রথমে মায়ের কাছে হাত জোড় করে প্রণাম করলেন তারপরে ঠাকুরমশাই তার কপালে চন্দন পরিয়ে দিল। বেশিক্ষণ লাগেনি, দু মিনিটের মধ্যে বাইরে এসে তার সিকিউরিটি কে বলল চন্দনটা মুছিয়ে দিতে কারণ না হলে ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল স্বরূপ।”