কলকাতা টুডে ব্যুরো:এবার হাওড়ায় আসার পথে শুভেন্দুর গাড়ি আটকালো পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা।বিশাল পুলিশবাহিনী নিয়ে এসে গাড়ি আটকানো হলে রাজ্যের বিরোধী দলনেতা প্রতিবাদ করে ওঠেন। তিনি পুলিশ কর্তাদের জানান, “আমি পুলিশের সঙ্গে মারপিট করব নাকি। জীবনে কখনও করিনি। আমি ১৪৪ ধারা ভঙ্গ করব না। আমি আইন মেনেই চলি। আমার গাড়ি আটকাবেন না। আমি যদি গাড়ি থেকে নামি, তাহলে অবশ্যই আমাকে আটকাবেন। কিন্তু আমি কলকাতায় যাব নাকি হলদিয়া যাব, নাকি কোলাঘাটে যাব, সেই কৈফিয়েত দিতে হবে নাকি। আপনি ডিজিকে জানিয়ে দিন, আমি ১৪৪ ধারা ভঙ্গ করব না।”
একইসঙ্গে তিনি জানান, “১৪৪ ধারা জারি আছে বলে কী জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকবে নাকি। পুলিশের লোক যাতায়াত করছে, সংবাদমাধ্যম যাতায়াত করছে। অসুবিধা কোথায়। পাঁচ জনের বেশি জমায়েত হওয়া যায় না। আমি আইন জানি।”
শনিবার হাওড়া যাওয়ার পথে সুকান্ত মজুমদারকে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় গ্রেফতার করেছিল পুলিস। আর রবিবার উলুবেড়িয়া যাওয়ার আগেই শুভেন্দুকে সেখানে না যাওয়ার পরামর্শ দিল কাঁথি থানার পুলিস। পাশাপাশি কোলাঘাট থেকে ২০ কিলোমিটার আগেই রাধামণিতে শুভেন্দু অধিকারিকে আটকে দিল পুলিস। এনিয়ে তৈরি হল টানাপোড়েন। রাধামণিতে শুভেন্দু অধিকারীর গাড়ি আটকায় পুলিস। এর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধের তোড়জোড় করছে বিজেপি।
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata