কলকাতা টুডে ব্যুরো: ডেঙ্গু সংক্রমণ শহর কলকাতায় বেড়ে চলেছে এই পরিস্থিতিতে জনসচেতনতার বার্তা দিলেন কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর সজল ঘোষ। শুক্রবার নিজের ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে স্বচ্ছতা গড়ে তোলা মানুষকে সচেতন করে তোলা ও মশার লার্ভা নিধনের উদ্দেশ্যে রাস্তায় নামেন তিনি। এই সচেতনতা সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী কয়েকশো মানুষের মধ্যে মশারি বিলি করেন।
এরই মধ্যে বারবার অভিযোগ উঠছে ডেঙ্গুর দমনে রাজ্য সরকারের গাফিলতীর বিরুদ্ধে। সচেতনতা মঞ্চ থেকেও শুভেন্দুর গলায় শোনা গেল একই সুর। তিনি বলেন, “কর্পোরেশনের যিনি মেয়র তিনি মাঝে মাঝেই বলেন পশ্চিমবঙ্গের থেকেও সিঙ্গাপুর ব্যাংকক দুবাইয়ে বেশি ডেঙ্গু আছে। তিনি এগুলো ভালো জানেন কারণ তাদের রুজিরা নারুলা নামে বিদেশে একাউন্ট থাকে। এরা বিদেশে চিকিৎসা করাতে যায়। আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম আর্মি হসপিটালে চিকিৎসা করান আর এখানকার মা মাটি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরের চোখের চিকিৎসা হয় পৃথিবীর সবথেকে দামি হসপিটালে আমেরিকাতে কোটি কোটি টাকা খরচা করে। এরা নাকি মা মাটি মানুষের প্রতিনিধি! আপনাদের জন্য ৫০০ টাকা করে আছে লক্ষীর ভান্ডার আর এদের জন্য কোটি কোটি টাকা আছে।”
তিনি আরও বলেন, “মালকিন বলছে যে ডেঙ্গুর জন্য দায়ী প্রধানমন্ত্রী। স্বাস্থ্য তো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে রাজ্যের বিষয় না করেছেন নদ্দমা পরিষ্কার, না করেছেন নালা পরিষ্কার, না করছেন প্রান্তিক মানুষ দরিদ্র মানুষদের মধ্যে মশারি বিতরণ করা এবং সর্বোপরি ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা। এত টাকা কার কাছে আছে যে বেসরকারি হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করবে সরকারের এই বিষয়ে কোনো হেলদোল নেই এদিকে সজল ঘোষ তার ওয়ার্ড কে ঠিক রাখার ব্যবস্থা করে তার নিজস্ব সেবা প্রতিষ্ঠান আছে সেখানে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা বিনামূল্যে এখানে কর্পোরেশনের সামান্য সহযোগিতা আর বাকিটা নিজের উদ্যোগে আপনাদের শুভেচ্ছা নিয়ে তিনি করছেন।”