কলকাতা টুডে ব্যুরো: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানসিক রোগগ্রস্ত হয়ে পড়েছেন। এমন দাবি করে দ্রুত তাঁর সুস্থতা কামনা করে গত সোমবার থেকে তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূলের পক্ষ থেকে ফুল ও গ্রিটিংস কার্ড দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে বিরোধী দলনেতাকে। শাসকদলের এই কাজে রীতিমতো ক্ষুদ্ধ শুভেন্দু। শুভেচ্ছা প্রেরকদের বিরুদ্ধে রীতিমতো FIR দায়ের করার কথা বলেন তিনি।
বুধবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “গত তিনদিন ধরে এই কয়লা ভাইপো তার যে যে রেকেট আছে তাকে দিয়ে আমার নাম্বারে এটি করেছেন। অভিষিকের নাম্বার কেউ জানে না। আমার নাম্বার সবাই জানে, আমি বলেও দি। আমি মোট ১১০০টা মেসেজ পেয়েছি। আমি সব আজকে এক্ষুনি বের করেছি। বৃহস্পতিবার আমি এই নম্বর গুলোর এগেনস্টে FIR করব এবং আগামী পরশুদিন হাইকোর্টে আমি সাপ্লিমেন্টারি এফিডেফিট দিয়ে ফলকনামা দিয়ে এই যে ১১০০টা হোয়াটসঅ্যাপ করে ভাইপোর ইন্সট্রাকশনে আমাকে ডিস্টার্ব করেছে। ভোর সাড়ে পাঁচটা ছটা থেকে এটা শুরু হয়েছে। এই কাজ কোন মানুষকে কেউ করতে পারে না। এখনো পর্যন্ত ১১০০ এর বেশি মেসেজ পেয়েছি আমি জানি আরো কয়েকশো পাঠাবেন। আমি বেলা এগারোটার সময় আমার হয়ে আমার উকিল এফআইআর করবে।”