Home খেলাধুলাক্রিকেট শেষ বলে ম্যাচ জয় ভারতের

শেষ বলে ম্যাচ জয় ভারতের

ম্যাচের শুরু থেকেই ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস ছিল চনমনে। অ্যাডিলেডের মাঠেও ধরা পড়ল সেই মেজাজ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি করলেও শেষ বলে বাজিমাত টিম ইন্ডিয়ার

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ম্যাচের শুরু থেকেই ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস ছিল চনমনে। অ্যাডিলেডের মাঠেও ধরা পড়ল সেই মেজাজ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি করলেও শেষ বলে বাজিমাত টিম ইন্ডিয়ার। স্বপ্নের ফর্মে বিরাট ব্যাটিং ,ছন্দে ফিরল রাহুলের স্টাইল, অর্শদীপ সিং ও Hardik Pandya যেন জয়ের রেকর্ড গড়তেই মাঠে নেমেছিলেন। ১৮৫ রানের লক্ষ্যমাত্রা বৃষ্টির কারণে কমে যায় অনেকটাই। তবুও লড়াই করে জেতা হল না বাংলাদেশের। ফের পরাজয় ভারতের কাছে।

আবহাওয়া নিয়ে বারবার করে আশঙ্কা প্রকাশ করেছিলেন ক্রীড়া বিশেষজ্ঞরা । মেঘলা আকাশে খেলা শুরুর মুহূর্তেই টসে হারেন Rohit Sharma। অবশ্য তাতে কিছু ক্ষতি হয় নি। বাংলাদেশ প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। রোহিতের কাছে সুযোগ ছিল এই ম্যাচে বড় রান করার। সেটা তিনি পারলেন না। শুরুতে বেশ কয়েকটা বল নষ্ট করে, চতুর্থ ওভারেই হাসান মাহমুদের বলে ক্যাচ আউট। রোহিত ফিরে যাওয়ার পর বিরাট কোহলি ক্রিজে এসে ধরতে একটু সময় নেন। সেই সময় স্কোরবোর্ড সচল রাখার কাজ করে যান রাহুলই। তাসকিন আহমেদকে একটু সমীহ করা ছাড়া আর নমনীয় হতে দেখা যায়নি তাঁকে । বাংলাদেশের প্রায় সব বোলারকেই আক্রমণ করেন তিনি। হাত খুলে ব্যাটিং করেন কোহলিও। অ্যাডিলেড বরাবরই বিরাটের পয়মন্ত মাঠ বলেই মনে করা হয় । সেই অ্যাডিলেডে ঝোড়ো হাফসেঞ্চুরি করলেন কিং কোহলি। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬৪ রানে অপরাজিত রইলেন কোহলি। অন্যদিকে ৩২ বলে ৫০ রান করে সমালোচনার জবাব দিলেন রাহুল। ৫০ রান করে সমালোচনার জবাব দিলেন রাহুল। বাংলাদেশকে ১৮৫ রান টার্গেট দিয়েছিল ভারতীয় দল। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হলেও বৃষ্টির পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। অথচ বাংলাদেশের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। Litton Das যেন ঠিক করেই রেখেছিলেন ভারতীয় বোলারদের উপরে শুরু থেকে শাসন করবেন। হঠাত্‍ই বৃষ্টি এসে বাগড়া দিল খেলায়। লিটনের অর্ধশতরানের পরেই বৃষ্টি নামল।তখন বাংলাদেশের স্কোর ৬৬-০। প্রায় আধ ঘণ্টা খেলা বন্ধ থাকল। আর তাতেই যেন কাল হল বাংলাদেশের,বৃষ্টির পর ম্যাচ শুরু হতেই ছন্দপতন শাকিবদের । খেলায় ফিরেই একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ । বৃষ্টির জন্য ম্যাচের ওভার কমে যায়। জয়ের জন্য ৯ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৮৫ রান। কঠিন কাজ ছিল না। বাংলাদেশ এদিন অ্যডভান্টেজ ছিল। কিন্তু শেষমেশ স্বপ্নপূরণ আর হল না, বিশ্বকাপে আবার ভারতের কাছে হার বাংলাদেশের। শেষ বলে ৫ রানে বাংলাদেশকে হারিয়ে কার্যত T20 Mens World Cup 2022 সেমি ফাইনালে ভারত।

Related Articles

Leave a Comment