Home সংবাদসিটি টকস পুজোর আগেই খুলে যাবে টালা ব্রিজ,জানালেন Atin Ghosh

পুজোর আগেই খুলে যাবে টালা ব্রিজ,জানালেন Atin Ghosh

আবহাওয়া অনুকূল থাকলে পুজোর আগেই খুলে যাবে টালা ব্রিজ। আজ ব্রিজ পরিদর্শনের পর জানালেন বিধায়ক অতীন ঘোষ।

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:আবহাওয়া অনুকূল থাকলে পুজোর আগেই খুলে যাবে টালা ব্রিজ। আজ ব্রিজ পরিদর্শনের পর জানালেন বিধায়ক অতীন ঘোষ। ব্রিজ পরিদর্শন করেন বিধায়ক অতীন ঘোষ, বরো চেয়ারম্যান তরুণ সাহা, নির্মাণকারী সংস্থার আধিকারিক সহ পূর্ত দফতর এবং কলকাতা পুরসভার আধিকারিকেরা।

ব্রিজের কাজ সম্পর্কে এবং আনুষঙ্গিক কাজ নিয়ে কলকাতা পৌরসভায় নিকাশি বিভাগ ও পানীয় জল সরবরাহ বিভাগের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান অতীন ঘোষ। বৃষ্টিতে কাজ বন্ধ না হলে পুজোর আগেই ব্রিজে যান চলাচল শুরু হবে বলে জানান অতীন ঘোষ।

২০১৮ সালের ৪ সেপ্টেম্বর মাঝেরহাট সেতু বিপর্যয়ের পর রাজ্যের সব সেতুর স্বাস্থ্য পরীক্ষা শুরু করার কাজে হাত দেয় রাজ্য সরকার। সেই সময় টালা সেতুরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
সেতুর স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞরা পূর্ত দফতরকে জানায়, সেতুটি অনেক পুরনো হয়ে গিয়েছে। সেতুর গায়ে একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। তাই ভেঙে নতুন সেতু তৈরি করার প্রস্তাব দেন তাঁরা।
মুম্বাইয়ের সেতু বিশেষজ্ঞ ভি কে রায়না পুরনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণে জোর দেন। এরপরই ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ব্রিজ ভাঙার কাজ শুরু হয়। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শেষ হওয়ার টার্গেট থাকলেও করোনার জন্য অনেক কাজ পিছিয়ে যায়।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই উদ্বোধন হতে চলেছে এই সেতু!

Topics

Tala Bridge Atin Ghosh KMC Administration Kolkata

Related Articles

Leave a Comment