Home সংবাদসিটি টকস ‘মানুষের অভাব অভিযোগ শোনা ও তার প্রতিকার করা জনপ্রতিনিধিদের দায়িত্ব’, তাপস রায়

‘মানুষের অভাব অভিযোগ শোনা ও তার প্রতিকার করা জনপ্রতিনিধিদের দায়িত্ব’, তাপস রায়

পঞ্চায়েত নির্বাচনের আগেই শুরু হয়েছে পোস্টার বিতর্ক। প্রত্যেক পোস্টারে বিভিন্ন রাজনৈতিক নেতা নেতৃত্বদের ছবি। সাথে লেখা 'নিখোঁজ' 'সন্ধান চাই'

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের আগেই শুরু হয়েছে পোস্টার বিতর্ক। প্রত্যেক পোস্টারে বিভিন্ন রাজনৈতিক নেতা নেতৃত্বদের ছবি। সাথে লেখা ‘নিখোঁজ’ ‘সন্ধান চাই’।  নিখোঁজ বালিকায় রয়েছে, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল, বাঁকুড়া লোকসভার বিজেপি সাংসদ সুভাষ সরকার, রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউড়ি, বিধায়ক হিরণ চ্যাটার্জী, উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। নির্বাচনের পর থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপির সাংসদ বিধায়কদের এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না বলে বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

সোমবার এই পোস্টার বিতর্ক নিয়ে মুখ খুললেন তাপস রায়। তিনি বলেন, ” জনপ্রতিনিধি হওয়ার পর মানুষের কিছু আশা থাকে। পোস্টার পড়লো কি পড়ল না সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হল জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার পর এটা সংশ্লিষ্ট জনপ্রতিনিধির দায় ও দায়িত্বের মধ্যে পড়ে। সময় করে নিজের কন্সটি টোয়েন্টিতে যাওয়া এলাকার মানুষের অভাব অভিযোগ শোনা ও তার প্রতিকার করা।”

Related Articles

Leave a Comment