Home সংবাদসিটি টকস আজ রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষ

আজ রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষ

ব্যুরো:ছয় বছর পর ফের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে রাজ্যে। ১১ হাজার শূন্যপদের জন্য আবেদন করেছেন ৬ লাখ ৯০ হাজার জন। তবে এবারে টেট পরীক্ষার পদ্ধতিতে এসেছে আমূল পরিবর্তন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:ছয় বছর পর ফের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে রাজ্যে। ১১ হাজার শূন্যপদের জন্য আবেদন করেছেন ৬ লাখ ৯০ হাজার জন। তবে এবারে টেট পরীক্ষার পদ্ধতিতে এসেছে আমূল পরিবর্তন। দুর্নীতির একাধিক অভিযোগে মাঝেই কড়া নজরদারিতে আয়োজিত হতে চলেছে প্রাথমিক টেট। পরীক্ষার্থীদের সহায়তার জন্য খোলা হচ্ছে হেল্পলাইন। যেকোনও সমস্যায় ফোন করা যাবে পর্ষদ হেল্পলাইন নম্বর ৬২৯২২৭৮৪৩৮-তে। সকাল থেকেই পরীক্ষার প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে। বিভিন্ন জেলাতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে ছুটির দিন হওয়ায় বাস পরিষেবাও অনেক কম থাকবে। আর সেই কারণেই পর্যাপ্ত পরিষেবা দিতে হাবড়া বাস ডিপো থেকে বেশ কিছু রুটে বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের তরফে।

টেট পরীক্ষা সুষ্ঠুভাবে করতে বদ্ধ পরিকর রাজ্য। আর তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে হেল্পলাইন চালু করেছে রাজ্য। পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার আগে কোনও অসুবিধা হলে ওই হেল্পলাইন নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষার দিন প্রতিটি সেন্টারে ১৪৪ ধারা জারি থাকবে। এমনকী, বন্ধ রাখতে হবে জেরক্সের দোকানও। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে এক্সটেনশন অফিসার পর্যায়ের আধিকারিকরা থাকবেন। লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। মোবাইল ফোন, ব্লুটুথ বা কোনওরকমে ইলেকট্রনিক গেজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা। পর্যাপ্ত পানীয় জল ও শৌচাগারের জন্য প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। এছাড়া কোনও পরীক্ষার্থীর যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স সহ চিকিৎসার ব্যবস্থা করা হবে। এর পাশাপাশি আরও একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে পরীক্ষার জন্য।

দুপুর ১২ টা থেকে শুরু হয়ে আড়াইটে অবধি চলবে পরীক্ষা। সকাল সাড়ে ৯টা থেকে হলে প্রবেশ করা যাবে। ১১ টার পর আর ঢোকা যাবে না পরীক্ষা কেন্দ্রে। প্রার্থীরা টেস্ট আউটলেট/ওএমআর হাতে পাবেন পৌনে ১২ টায়।

Related Articles

Leave a Comment