Home রাজনৈতিক বাংলাকেও পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি দেবে বিজেপি, খোঁচা অমিত শাহের

বাংলাকেও পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি দেবে বিজেপি, খোঁচা অমিত শাহের

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:কংগ্রেস পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল। তাঁরা বিলুপ্ত হতে বসেছে জাতীয় রাজনীতিতে। এখন তারা অস্তিত্ব বাঁচানোর লড়াই চালাচ্ছে। এভাবে বাংলাও একদিন পরিবারতন্ত্র মুক্ত হবে। হায়দরাবাদে হওয়া দু’দিনের জাতীয় কর্মসিমিতির বৈঠকে নেওয়া রাজনৈতিক প্রস্তাবে এমনটাই বলা হয়েছে। প্রস্তাব পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মন্তব্যই করলেন। তিনি আরও বলেন, ‘‘বিজেপি খুব তাড়াতাড়ি তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে।’’

তিনি বলেন, ‘‘কংগ্রেস পারিবারিক দল হয়ে গিয়েছে। পরিবারের হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার ভয়ে সভাপতি নির্বাচনই করছে না।’’ এই প্রসঙ্গেই বলেন, ‘‘তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গের পারিবারিক শাসনকে হারাবে বিজেপি।’’

 

আরও পড়ুনঃ ভাটপাড়া, জগদ্দলের পর, নরেন্দ্রপুরে চলল গুলি

সামনেই একাধিক ভিনরাজ্যে বিধানসভার ভোট। বিধানসভার ভোট মোদী-রাজ্য গুজরাতে। আবার যেখানে এবার জাতীয় কর্মসমিতির বৈঠক বসেছে বিজেপির, সেই তেলঙ্গানাতেও সামনের বছর বিধানসভা ভোট। সর্বোপরি ২০২৪-এর নির্বাচন রয়েছে দেড় বছরের মধ্যে। এই অবস্থায় জেপি নাড্ডার পর অমিত শাহের মুখে যেভাবে বারবার বাংলার কথা উঠে আসছে, তা নিয়ে স্পষ্ট বিজেপি বাংলার দিকে থেকে চোখ সরাচ্ছে না।

Related Articles

Leave a Comment