Home রাজনৈতিক দার্জিলিং রাজভবনে রাজ্যপালের সঙ্গে চা খেলেন মুখ্যমন্ত্রী

দার্জিলিং রাজভবনে রাজ্যপালের সঙ্গে চা খেলেন মুখ্যমন্ত্রী

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়ের আমন্ত্রণ জানালেন জগদীপ ধনখড়। দার্জিলিং রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী।

 

এখন পাহাড়ে মুখ্যমন্ত্রী। এদিন দার্জিলিংয়ে পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনখড়। শুধু তাই নয়, শৈলশহরে পৌঁছেই আবার মুখ্যমন্ত্রীকে আবার চা-চক্রের আমন্ত্রণ জানালেন তিনি। যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ মেট্রো ভবনের সামনে মদন মিত্রের নেতৃত্বে তৃণমূলের বিক্ষোভ

 

এদিকে পাহাড়ে একেবারে খোজ মেজাজে ধরা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে জনসংযোগ সারতে দেখা গিয়েছে তাঁকে। প্রতিদিন সকালে রাস্তায় হাঁটতে বেরিয়ে সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। বুধবারও তার অন্যথা হয়নি। এদিন সকালে পাহাড়ে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Comment