কলকাতা টুডে ব্যুরো:গত কয়েকদিনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দক্ষিণের একাধিক প্রান্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে মানুষ। অপরদিকে উত্তরবঙ্গে জারি রয়েছে দুর্যোগ। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, এবছর দক্ষিণবঙ্গে বর্ষার প্রভাব তুলনামূলকভাবে কম হবে। তবে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণের একাধিক জেলা। কোন কোন জায়গায় ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে। অপরদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে তারা।
উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আটকে থাকার ফলে সেখানে ভারী বৃষ্টিপাতের সাক্ষী থাকে সকলে। তবে দক্ষিণবঙ্গের ভাঁড়ার থাকে শূন্য। গত শনিবার অবশেষে এসে পৌঁছায় বর্ষা। এর প্রভাবে গত কয়েকদিন ধরে স্বস্তির বৃষ্টি নেমেছে শহরে। কলকাতা সহ হাওড়া, বীরভূম,পুরুলিয়া, বর্ধমান, দুই ২৪ পরগনা ও মেদিনীপুরের একাধিক প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এসে পৌঁছায় আর্দ্রতাজনিত অস্বস্তি একপ্রকার উধাও হয়ে গিয়েছে। গুমোট ভাব কেটে তাপমাত্রা বেশ খানিকটা নেমে গিয়েছে দক্ষিণের একাধিক জেলায়। আগামী দিনেও ভারী বৃষ্টিপাতের ফলে স্বস্তিদায়ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।