Home সংবাদ বৃক্ষ রোপনের পক্ষে বড় পদক্ষেপের সম্ভাবনা রাজ্য সরকারের ,ইঙ্গিত বিধানসভার অধ্যক্ষের

বৃক্ষ রোপনের পক্ষে বড় পদক্ষেপের সম্ভাবনা রাজ্য সরকারের ,ইঙ্গিত বিধানসভার অধ্যক্ষের

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:বৃক্ষ নিধন করে নগরউন্নয়ন বন্ধ করার সময় এসেছে। গাছ জঙ্গল বহাল রেখেই সাধারণ মানুষের নগর উন্নয়নের চাহিদা মেটাতে এবার নির্দিষ্ট আইনের দাবি জানালেন শাসকদলের মন্ত্রী থেকে শুরু করে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। পরিবেশ সুরক্ষিত না থাকলে মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে। তাই শহর কলকাতা থেকে শুরু করে রাজ্যের সমস্ত পুর এলাকাগুলিতে বিল্ডিং প্ল্যানিংয়ের অনুমতির সময় বাধ্যতামূলকভাবে বৃক্ষ রোপনের বা গাছ বসাবার জায়গা চিহ্নিত করে দিতে হবে। তা না হলে কংক্রিটের জঙ্গলে হারিয়ে যাবে পরবর্তী প্রজন্মের মানুষজন ।রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এদিন বনমহোৎসব অনুষ্ঠানে সামিল হয়ে এমনই দাবি করলেন।

 

রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও এই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে আগামী দিনে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে রাজ্য সরকারের পক্ষ থেকে আইন আনার চেষ্টা করবেন বলেও এদিন জানান তিনি।

আরও পড়ুনঃমহারাষ্ট্রে পেট্রোল ও ডিজেলের দাম কমাল শিন্ডে সরকার 

 

এই বিষয়টি যেহেতু আইন বিভাগের সঙ্গে সংযুক্ত। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে এবং আইন বিভাগের পরামর্শ মেনে রাজ্য বিধানসভায় সমস্ত প্রক্রিয়া মেনে নির্দিষ্ট বিল আনতে হবে। বর্তমান পরিবেশের অবস্থার কথা মাথায় রেখে আগামী দিনের জন্য এই বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও এদিন মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

Related Articles

Leave a Comment