Home সংবাদ মহারাষ্ট্রে পেট্রোল ও ডিজেলের দাম কমাল শিন্ডে সরকার

মহারাষ্ট্রে পেট্রোল ও ডিজেলের দাম কমাল শিন্ডে সরকার

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:মহারাষ্ট্রে দাম কমছে কমছে পেট্রোল ও ডিজেলের। জানা যাচ্ছে পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ৩ টাকা ছাড় দিয়েছে শিন্ডে সরকার। এই দাম কমানোর জন্য কাল থেকে পেট্রোলের দাম হবে লিটার প্রতি ১০৬ টাকা, এবং এক লিটার ডিজেলের দাম হবে ৯৪ টাকা।

 

মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছে এই সিদ্ধান্তের ফলে বছরে মহারাষ্ট্র সরকারের বাড়তি ৬ হাজার কোটি টাকা খরচ হলেও মূল্যবৃদ্ধির সমস্যা কমবে। রাজনৈতিক মহলের মতে, মূল্যবৃদ্ধি কমানোর পাশাপাশি এই সিদ্ধান্তের পিছনে সাধারণ মানুষের মন জয়ের কৌশলও রয়েছে।

 

আরও পড়ুনঃ ইন্দিরা গান্ধী হয়ে প্রকাশ্যে এলেন কঙ্গনা, বাজিমাত টিজারে

 

দু’সপ্তাহ আগেই বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছে একনাথ শিন্ডে। মহা বিকাশ আগাড়ি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে। এরপরই বিধানসভার আস্থা ভোটে ব্যাপক জয়ে পেয়েছিলেন শিন্ডেরা। সেই সময়ই মুখ্যমন্ত্রী শিন্ডে ঘোষণা করেছিলেন, জ্বালানি তেলের ওপর থেকে ভ্যাট কমানো হবে।

Related Articles

Leave a Comment