Home রাজনৈতিক প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের নাম বদল করে চালাচ্ছে রাজ্য সরকার, অভিযোগ স্মৃতি ইরানির

প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের নাম বদল করে চালাচ্ছে রাজ্য সরকার, অভিযোগ স্মৃতি ইরানির

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের নাম বদল করে চালাচ্ছে রাজ্য সরকার। তৃণমূল সরকারের কারণে কেন্দ্র সরকারের একাধিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ।

তিনি বলেন,”এই তিন দিনের মধ্যে আমি জানতে পেরেছি কীভাবে গ্রামীণ এলাকার মানুষ প্রধানমন্ত্রীর একাধিক প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন। এদিন হাওড়ায় পথযাত্রা করে বললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ।তিনি বলেন,”গতকাল আমি হাওড়ার জেলা আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। গ্রামীণ এলাকার মানুষের কথা জেলা আধিকারিকদের সামনে তুলে ধরছি। আমি আশা করছি রাজনীতি থেকে দূরে থেকেই মানুষের কল্যাণের জন্য কাজ করবে।”

আরও পড়ুন: আগামী পাঁচ দিন ও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে,জানাল হাওয়া অফিস

 

তিনি বলেন, “আমি হাওড়া সদর লোকসভা কেন্দ্রে গত তিন দিন ধরে সংগঠনের: প্রবাসে রয়েছি। সেই কর্মসূচিতে আমরা গ্রামের পর গ্রাম গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। সবাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য আশীর্বাদ করছেন। সমর্থন ও করছেন। তাই আমি হাওড়ার প্রতিটি মানুষকে ধন্যবাদ জানাতে চাই।”

Related Articles

Leave a Comment