Home সংবাদআবহাওয়া আগামী পাঁচ দিন ও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে,জানাল হাওয়া অফিস

আগামী পাঁচ দিন ও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে,জানাল হাওয়া অফিস

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:এমনিতেই জুন মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হয়েছে পাশাপাশি আগামী পাঁচ দিন ও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বেশিরভাগ বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে খুব সামান্য সময়ের জন্য একটু বৃষ্টি হবে আবার আকাশ পরিস্কার হয়ে যাবে বলে এদিন জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।

 

মূলত উপকূলের দক্ষিণ ২৪ পরগন এবং দুই মেদিনীপুরে সামান্য একটু বেশি বৃষ্টি বেশি হবে ।আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টি বিক্ষিপ্ত হালকা হবে দক্ষিণবঙ্গে ।উত্তরবঙ্গের আগামী পাঁচ দিন ভারী কোন বৃষ্টি নেই। হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা।

 

আরও পড়ুনঃ পাহাড়ে নিজে হাতে ফুচকা বানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তবে উত্তরবঙ্গের দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে ।উত্তরবঙ্গে সাধারণত এতটা গরম পড়ে না বৃষ্টিপাত কম হওয়ার জন্যই তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে। এই মুহূর্তে একটি নিম্নচাপ আমাদের থেকে অনেক দূরে উড়িষ্যা উপকূলে রয়েছে ।পাশাপাশি নিম্নচাপ অক্ষরেখা অনেকটাই দক্ষিণে ,তাই আমাদের উত্তরবঙ্গের তাপমাত্রা বেড়ে যাবে। দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প রয়েছে কিন্তু বৃষ্টি সম্ভাবনা নেই তাই আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে । মৎস্যজীবীদের ১৫ তারিখ পর্যন্ত সমুদ্র যেতে মানা কারণ উড়িষ্যা উপকূলের উপর নিম্নচাপের ফলে উপকূলের সমুদ্র তে হাওয়ার গতিবেগ থাকবে।

Related Articles

Leave a Comment