কলকাতা টুডে ব্যুরো:দক্ষিনবঙ্গ ও উত্তরবঙ্গে বর্ষার চরিত্র অনেকটাই আলাদা। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি -৪৯ শতাংশ। সেখানে উত্তরবঙ্গে শ বেশি বৃষ্টি ।কলকাতায় বৃষ্টির ঘাটতি – ৫৩ শতাংশ।
যেখানে জুন মাসে বৃষ্টি হয়েছে ১১৫ মিলিমিটার যেখানে হওয়ার কথা ২৮৩ মিলিমিটার। এর আগে ২০১৯ এ ৯১.৫ মিলিমিটার, ২০০৯ তে ৯৮.১ মিলিমিটার ও ২০০৬ ১১৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।
দক্ষিণবঙ্গে বর্ষা শুরুতে কোন নিম্নচাপ তৈরি হয়নি সমুদ্রে এবং ভারী বৃষ্টির না হওয়ার কারণ এই নিম্নচাপ আমরা পাইনি। এবং আগামী পাঁচ দিনের দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গ এ ভারী বৃষ্টির না হওয়ার কারনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে এবং আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।