Home রাজনৈতিক ‘এই সরকারকে বরখাস্ত করে রাজ্যে অবিলম্বে ৩৫৬ জারি করা হোক,’ মন্তব্য শুভেন্দুর

‘এই সরকারকে বরখাস্ত করে রাজ্যে অবিলম্বে ৩৫৬ জারি করা হোক,’ মন্তব্য শুভেন্দুর

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:বুধবার বিকেলে রাজভবনে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপির দশ জনের এক প্রতিনিধি দল। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূলের এক কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের প্রেক্ষিতে নালিশ জানাতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

 

রাজ্যপালকে এই নিয়ে একটি চিঠিও দিয়েছেন বিজেপি প্রতিনিধি দলের সদস্যরা।  বুধবার রাজভবন থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “বিজেপির তরফে রাজ্যপালের সঙ্গে দেখা করেছি। মুখ্যমন্ত্রী আসানসোলে যে কথা বলেছেন, তাতে বিজেপি কর্মী ও সমর্থকরা চিন্তিত। সাংবিধানিক প্রধান যাতে হস্তক্ষেপ করেন, তা বলা হয়েছে।

 

জেহাদ শব্দ নিয়ে উদ্বিগ্ন। শব্দটি আরব। বাংলা হল ধর্মযুদ্ধ। যুব কংগ্রেসের কর্মসূচি সঙ্গে সম্পর্কহীন।” শুভেন্দু আরও বলেন,” উনি শব্দটি সচেতন ভাবে ব্যবহার করেছেন। এটা ২.২৮ লক্ষ মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছেন বিধানসভা নির্বাচনে, তাদের বলেছেন। আমরা সাংবিধানিক প্রধানের কাছে নিরাপত্তা চেয়েছি। এই সরকারকে বরখাস্ত করে রাজ্যে অবিলম্বে ৩৫৬ জারি করা হোক।”

Related Articles

Leave a Comment