Home সংবাদসিটি টকস নির্মল মাঝির বিরুদ্ধে এবার মর্যাদাহানি’র অভিযোগ আনল বেলুড় মঠ কতৃপক্ষ

নির্মল মাঝির বিরুদ্ধে এবার মর্যাদাহানি’র অভিযোগ আনল বেলুড় মঠ কতৃপক্ষ

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:মা সারদার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টেনে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি।’মর্যাদাহানি’র অভিযোগ এনেছে খোদ বেলুড় মঠ কর্তৃপক্ষ।

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারদাদেবীর তুলনা করে ‘জনৈক’ রাজনৈতিক ব্যক্তিত্ব মঠের অগনিত ভক্তের হৃদয়ে আঘাত করেছেন। যা বলা হয়েছে, তার কোনও প্রামাণ্য নথি নেই। এমনই মন্তব্য করেছেন বেলুড় মঠের সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। এহেন বিতর্কমূলক ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ”এ ধরনের মন্তব্য তালজ্ঞানহীন, অবাঞ্ছিত, অপ্রয়োজনীয়।”

 

আরও পড়ুনঃ বেলপাহাড়িতে হুল দিবস উদযাপন অনুষ্ঠানে মমতার সরকারকে কড়া আক্রমণ শুভেন্দুর

সোমবার এক অনুষ্ঠানে  নির্মল মাঝি  দাবি করেছিলেন, ‘দিদিই মা সারদা!’ এনিয়ে তাঁর ব্যাখ্যা ছিল, “মৃত্যুর দিন কয়েক আগে বিবেকানন্দর কয়েকজন সতীর্থ মহারাজকে মা সারদা বলেছিলেন, পরবর্তীতে কালীঘাট মন্দির এলাকায় মনুষ্যরূপে জন্ম নেব। সেই জন্মের পর ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে সামাজিক কাজের সঙ্গে যুক্ত হব। রাজনৈতিক কাজকর্মও করব।” তাঁর এই মন্তব্য নিয়ে তুমুল চর্চা শুরু হয় নানা মহলে।

Related Articles

Leave a Comment